আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ফেভারিট বেছে নিচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা।‌ যার মধ্যে অধিকাংশই এগিয়ে রাখছে টিম ইন্ডিয়াকে। বাদ গেলেন না যুবরাজ সিংও। তবে কিছুটা অবাক করলেন প্রাক্তন তারকা। বর্তমানে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল এবং মহম্মদ সামি। তবে পাকিস্তান ম্যাচের এক্স ফ্যাক্টর হিসেবে দু'জনের মধ্যে কারোর নামই নিলেন না যুবি। সবাইকে অবাক করে এমন একজন ক্রিকেটারকে বেছে নিলেন, যিনি পুরোপুরি ছন্দে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে। তিনি রোহিত শর্মা। ফর্মে না থাকলেও, যুবরাজ মনে করেন, এখনও একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে রোহিতের। ফর্মে না থাকা ভারত অধিনায়ককে বিপজ্জনক প্লেয়ারের তকমা দিলেন প্রাক্তন বাঁ হাতি। 

যুবি মনে করেন, ছন্দে না থাকলেও একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন রোহিত। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, 'একদিনের ক্রিকেটে এবং সাদা বলে বিরাট কোহলির পাশাপাশি ও ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ও ফর্মে নেই, তাসত্ত্বেও রান পাচ্ছে। এটা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। ও ফর্মে থাকলে ৬০ বলে শতরান করে দেবে। ওর মান তেমনই। একবার চালু হয়ে গেলে শুধু চারে সীমাবদ্ধ থাকে না, ছয়ের বন্যা বইয়ে দেয়।' পেসারদের বিরুদ্ধে রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করেন যুবি। বিশেষ করে শর্ট পিচ বলে। যা সামলাতে হিমশিম খায় অধিকাংশ ব্যাটার। যুবরাজ বলেন, 'কেউ ১৪৫-১৫০ গতিতে বল করলেও, সেটা অনায়াসে হুক করার ক্ষমতা আছে রোহিতের। ওর স্ট্রাইক রেট সবসময় ১২০-১৪০ থাকে। নিজের দিনে একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।' পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের রেকর্ড ভাল। ১৯টি একদিনের ম্যাচে ৮৭৩ রান হিটম্যানের। গড় ৫১.৩৫। তারমধ্যে রয়েছে দুটি শতরান এবং আটটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৪০। ২০১৯ বিশ্বকাপে করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩-২ এ এগিয়ে পাকিস্তান। রবিবার সেই পরিসংখ্যানে সমতা ফেরাতে নামবে টিম ইন্ডিয়া।